মেসির সেই গোলটিই উয়েফার বর্ষসেরা
গত মৌসুমে ফ্রিকিকে বেশ দারুণ কিছু গোল দিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তার একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে। সেমি-ফাইনালের প্রথম লেগে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে করা দুর্দান্ত সে গোলটি করে তখনই হৈচৈ ফেলে দিয়েছিলেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। সে গোলটিই জিতেছে উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার।
সে গোলটি করে অন্যতম একটি মাইলফলকেও পৌঁছেছিলেন মেসি। ক্যারিয়ারের ৬০০তম গোল ছিল সেটা। তার সে গোলেই প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলেও হারিয়েছিল বার্সেলোনা। ম্যাচের ৮২তম মিনিটে পাওয়া ফ্রিকিকটি বারপোস্টের ডান দিকের কোনা নিশানা করে মেরেছিলেন মেসি। বুঝতে পেরেছিলেন গোলরক্ষক অ্যালিসন বেকারও। কিন্তু ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।
এ পুরষ্কার জয়ের পথে পেছনে ফেলেছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভলিতে দারুণ একটি গোল করেছেন এ এ পর্তুগিজ তারকা। সে গোলটি আছে দ্বিতীয় স্থানে। ইউরো বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে প্রায় ২২ গজ দূর থেকে পর্তুগালের দানিলো পেরেইরার গোলটি তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন মেসি। পুরস্কার চালু করার পর প্রথম দুই বছর এ পুরষ্কার জিতেছিলেন এ আর্জেন্টাইন তারকা। ২০১৫ ও ২০১৬ সালের পর আবার এ পুরষ্কার জিতলেন বার্সা অধিনায়ক। গত আসরে এ পুরষ্কারটি জিতেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটা হয়েছিল সেরা গতবার। এর আগেরবার এ পুরষ্কার জিতেছিলেন জুভেন্টাসের মারিও মানজুকিচ।
Comments