ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিয়ে শুরু ম্যানসিটির
গত দুই আসরের চ্যাম্পিয়ন তারা। হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এবার শুরুটাও দারুণ করল ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে দলটি। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৫-০ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।
আগের দিন বড় জয় পেয়েছে গতবারের রানার্সআপ লিভারপুলও। তাই চ্যাম্পিয়নদের উপর কিছুটা চাপ ছিলই। তার উপর প্রতিপক্ষের মাঠে খেলা। কিন্তু জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের। বড় জয়ে শুরু করল দলটি।
ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। কাইল ওয়াকারের ক্রস থেকে আলতো এক ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধে এ একটিই গোল হয়। যদিও গোল খাওয়ার পর শোধ করতে বেশ চেষ্টা করেছিল ওয়েস্টহ্যাম। তবে কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় সিটি। গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ৫১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্টার্লিং। দুই মিনিট পর অবশ্য আবার জালে বল পাঠিয়েছিলেন জেসুস। তবে ভিএআর প্রযুক্তির সাহায্যে টিকেনি সে গোল। অফসাইড ছিলেন স্টার্লিং।
৭৩ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ হাতছাড়া করে ওয়েস্টহ্যাম। কিন্তু এডারসন একবার নয়, দুইবার হতাশ করেন স্বাগতিকদের। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় সিটি। রিয়াদ মাহরেজের পাস থেকে দারুণ এক চিপে লক্ষ্যভেদ করেন স্টার্লিং। ভিএআরের সাহায্য নেওয়া হয়েছিল। তবে খুব সামান্য ব্যবধানে টিকে যায় সিদ্ধান্ত।
৮৪তম মিনিটে পেনাল্টি পায় সিটি। আগুয়েরোর কিক ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ফাবিয়ান্সকি। কিন্তু আগুয়েরো কিক করার আগেই লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে আবার নেওয়া হয় সে পেনাল্টি। এবার ঠিকই বল জালে জড়ান বদলী খেলোয়াড় আগুয়েরো। ম্যাচের যোগ করা সময়ে মাহরেজের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। ফলে ৫-০ গোলের বড় জয়ই পায় সিটি।
Comments