আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে থাকছেন না তামিম!
বিশ্বকাপ কেটেছে হাঁসফাঁস করে, শ্রীলঙ্কা সফরে গিয়ে ভুগেছেন আরও বেশি রান খরায়। সে সিরিজে অধিনায়কত্ব করায় চাপ আরও বেড়ে যায় তামিম ইকবালের। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তামিমকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান। তামিম হাঁটলেন সে পথেই। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিস্তার চান দেশসেরা ওপেনার। বিসিবিও তার আবেদনে সায় দিতে যাচ্ছে।
শ্রীলঙ্কা সিরিজ শেষে ফিরে ঘরের মাঠে পরের খেলাগুলো থেকে বিশ্রামের আবেদন করেন তামিম। তামিমের এই আবেদনে কথা নিশ্চিত করে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন তারা এখনো সিদ্ধান্ত দেননি, ‘আমরা তামিমের কাছ থেকে এরকম একটা চিঠি পেয়েছি, এখনো কোন সিদ্ধান্ত নেইনি। ঈদের পরে সিদ্ধান্ত জানানো হবে।’
তবে জানা গেছে, ঈদের পরে তামিমের আবেদনই গ্রহণ করা হচ্ছে। কেবল বাকি কিছু আনুষ্ঠানিকতার।
আফগানিস্তানের বিপক্ষে ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
এবার বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হন তামিম। তার ব্যাট থেকে এসেছিল একটা ফিফটি। তবে মেটাতে পারেননি দলের চাহিদা। বেশিরভাগ ইনিংসেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান বাড়াতে পারেননি, অতিরিক্ত ডট বল খেলে বাড়িয়েছেন চাপ। শ্রীলঙ্কায় গিয়েও বদলানো যায়নি সেই দশা। তিন ম্যাচের সিরিজে মোটে করেন মাত্র ২১ রান।
এই অবস্থায় তামিম মনে করছেন কিছুদিন খেলার বাইরে থেকে আরও তাজা হয়ে ফিরবেন তিনি।
Comments