পাটুরিয়া ঘাট ফাঁকা
পাটুরিয়া ঘাটে যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। গত দুদিন ধরে চলা অচলাবস্থা কেটে গেছে। আজ রোববার সকাল ১০টায় ঘাটে কোনো গাড়িকে পারাপারের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়নি। তবে, বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু গাড়ি আসতে শুরু করেছে।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপও কমে গেছে। পাটুরিয়া ঘাট পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সারজেন্ট সেলিম রানা জানান, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারের সংখ্যা কম থাকায় গত কয়েকদিন ধরে আটকে থাকা পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, ২০টি ফেরির মধ্যে ১৮টি চালু আছে। দুটি ফেরি ভাসমান কারখানায় মেরামতে আছে। তবে ফেরি সার্ভিসে কোন সমস্যা হচ্ছে না।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, ৩৩ লঞ্চ চালু আছে। যাত্রীদের ভিড় আছে। তবে, পারাপারে সমস্যা হচ্ছে না।
Comments