ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট, বিক্ষোভ

ঈদের একদিন আগেও আজ রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে রয়েছে। সকাল থেকে এই যানজটে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে বাড়ির উদ্দেশে রওনা হওয়া হাজারো যাত্রীর।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে যাত্রীদের বিক্ষোভ। ছবি: স্টার

ঈদের একদিন আগেও আজ রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে রয়েছে। সকাল থেকে এই যানজটে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে বাড়ির উদ্দেশে রওনা হওয়া হাজারো যাত্রীর।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে গাড়ি আটকে থাকায় খাবার, পানি ও টয়লেট সুবিধার অভাবে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

ক্ষুব্ধ যাত্রীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়ায় দুজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি (তদন্ত) মাসুদ রায়হান জানান, সেতুর পশ্চিম দিকে সিরাজগঞ্জে যানজটের কারণে সকাল ৬টা ১২মিনিট থেকে শুরু করে ৮টা ৩৬ মিনিট পর্যন্ত পাঁচ দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়েছিল। এতে ঢাকার দিক থেকে আসা যানবাহন টাঙ্গাইলে আটকা পড়ে।

টাঙ্গাইলের এলেঙ্গায় রোববার সকালে মহাসড়কে যানজটের চিত্র। ছবি: স্টার

দূরপাল্লার বাসের চালক ও যাত্রীরা যানজটের জন্য মালামাল ও যাত্রীবাহী ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য যানবাহনকে দায়ী করেছেন। গত ঈদের মতো এবারও মহাসড়কে অব্যবস্থাপনার জন্য যাত্রীদের অনেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

বঙ্গবন্ধু সেতুর একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১২০টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের দিকে গেছে ২১ হাজার ৮২১টি গাড়ি ও ঢাকা অভিমুখে এসেছে ১২ হাজার ২৯৯টি গাড়ি।

এর আগে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩৬ হাজার ২৭৮টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পার হয়েছে।

Comments