নোয়াখালী, ময়মনসিংহে ২ ডেঙ্গুরোগীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ এবং নোয়াখালী জেলায় এক কলেজ শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।
এই দুজনের মৃত্যুর ফলে বেসরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮১ জন প্রাণ হারিয়েছেন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এমএমসিএইচ) সহকারী পরিচালক ডা. এ বি মোহাম্মদ শামসুজ্জামানের বরাত দিয়ে আমাদের ময়মনসিংহ সংবাদদাতা জানান, আজ (১১ আগস্ট) সকাল ১১ টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফরহাদ হোসেন নামের এ কলেজছাত্র মারা গেছেন।
ফরহাদকে গতকাল রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে এমএমসিএইচ-এ ভর্তি করা হয়। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রোকেয়া জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্র ফরহাদ গত ৮ আগস্ট হাসপাতলে ভর্তি হন। গত রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এমএমসিএইচ-এ পাঠানো হয়।
এদিকে, নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবুল আজিমের বরাত দিয়ে আমাদের নোয়াখালী সংবাদদাতা জানান, লক্ষ্মীপুর জেলার অধিবাসী আমির হোসেন নামের ৬০ বছরের এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন।
Comments