মুন্সীগঞ্জে দুই লঞ্চের সংঘর্ষ, ধলেশ্বরীতে লঞ্চশ্রমিক নিখোঁজ
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ধলেশ্বরী নদীতে পড়ে গেছেন বোগদাদিয়া-৯ লঞ্চের এক শ্রমিক।
আজ (১১ আগস্ট) বেলা সাড়ে ১০ টার এই ঘটনার পর দমকল বাহিনীর ডুবুরিরা নিখোঁজ সেই শ্রমিকের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে তারা আজ সন্ধ্যা পর্যন্তও তার সন্ধান পাননি।
দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “নদীতে পানির অনেক স্রোত। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আজকে না পাওয়া গেলে আগামীকাল ঈদের দিনে আবার উদ্ধার কাজ শুরু করবো।”
তিনি আরো জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ার সময় চাঁদপুরগামী বোগদাদিয়া-৯ লঞ্চ এবং দক্ষিণাঞ্চলগামী আবে-জমজম লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় বোগদাদিয়া-৯ লঞ্চের এক শ্রমিক লঞ্চ থেকে নদীতে পড়ে যান।
“তবে শ্রমিকের পরিচয় জানার আগেই লঞ্চটি ছেড়ে চলে যায়,” উল্লেখ করে তিনি আরো বলেন, “দুটি লঞ্চই গন্তব্যে রওনা হয়েছে। পুলিশ খোঁজখবর করছে।”
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে দমকল বাহিনী তাদের কাজ অব্যাহত রাখবে বলেও জানান সাফিউল ইসলাম।
Comments