‘রুয়েট শিক্ষক বখাটেদের হামলার শিকার’ হওয়ায় শিক্ষক সমিতির প্রতিবাদ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একজন শিক্ষক ‘বখাটেদের আক্রমণের শিকার’ হওয়ায় প্রতিবাদ জানিয়েছে রুয়েট শিক্ষক সমিতি।
আজ (১১ আগস্ট) রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক বলেন, তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা আক্রমণকারীদের দ্রুত খুজে বের করে শাস্তির দাবী জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আমাদের রাজশাহী সংবাদদাতা জানান, গতকাল (১০ আগস্ট) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোহাম্মদ রাশিদুল ইসলাম তার ওপর বখাটেদের আক্রমণের কথা লিখেন। এরপর সেই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি সেই পোস্টে অভিযোগ করেন যে তার স্ত্রীর ওপর বখাটের যৌন হয়রানীর প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
এদিকে, বিষয়টি জানতে চাওয়া হলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন দ্য ডেইলি স্টারকে বলেন, এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ পুলিশের কাছে অভিযোগ দায়েল করেননি।
কিন্তু, ফোন কলার আইডির মাধ্যমে জানা যায়, হামলার শিকার শিক্ষকের একজন আত্মীয় পুলিশকে ফোন দিয়ে বিষয়টি দেখতে বলেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, “আমরা ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। এমনকী, ভিডিওচিত্র দেখেও কিছু পাইনি।” তবে পুলিশ ঘটনাটির ওপর নজর রাখছে বলেও তিনি জানান।
Comments