জনসংহতি সমিতির ২ সদস্য রাঙ্গামাটিতে গুলিতে নিহত
অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-এমএন লারমা) দুই সদস্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গতকাল (১১ আগস্ট) রাতে নিহত হয়েছেন।
আমাদের রাঙ্গামাটি সংবাদদাতা জানান- নিহত ব্যক্তিরা হলেন: পিসিজেএসএস-এমএন লারমার যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বতসিদ্ধি চাকমা (৩৭) এবং একই সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এন চাকমা (৩২)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুরুল আলম বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাবুপাড়া এলাকায় স্থানীয় রিপন চাকমার বাসায় একদল দুষ্কৃতিকারী হামলা চালালে সেখানে অবস্থানরত স্বতসিদ্ধি চাকমা এবং এন চাকমা ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে বলেও জানান তিনি।
Comments