১৯ পরিবেশনায় নতুন ৩ গান

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ প্রচারিত হবে আজ (১৩ আগস্ট) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘পরিবর্তন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।
আরফিন রুমি, ইবরার টিপু, আনজাম মাসুদ এবং শওকত আলী ইমন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ প্রচারিত হবে আজ (১৩ আগস্ট) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘পরিবর্তন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।

অনুষ্ঠানটি নিয়ে উপস্থাপক আনজাম মাসুদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আগস্ট মাস, শোকের মাস। তাই এবারের আয়োজন সাজানো হয়েছে একটু ভিন্ন মেজাজে। মোট ১৯টি পরিবেশনা থাকছে এবার। তৈরি হয়েছে ৩টি নতুন গান। যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশ, সম্প্রীতি ও এগিয়ে যাওয়ার  বার্তা।”

‘ধর্ম যার যার উৎসব সবার’- গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। সুজন আরিফের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলী আফরোজ, বৃষ্টি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, জুলি ও বৃষ্টি মুৎসুদ্দি।

সুজন আরিফের সুর-সংগীতে ‘উড়তে থাকো পাখির ডানায়’ শিরোনামে আরেকটি গান গাইবেন কিশোর, কর্ণিয়া ও বিন্দুকণা।

দেলোয়ার আরজুদা শরফের লেখা একটি গান গাইবেন তিন সংগীতপরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু ও আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু।

ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন রুহানী লাবণ্য, মিম চৌধুরী, সিনথিয়া ইয়াসমিন ও বারিষ হক।

‘পরিবর্তন’ প্রযোজনা করছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

5h ago