মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪৮৮

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৩২২ জন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৪৮ জনকে।
Manikganj dengue patients
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গরোগী। ছবি: স্টার

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৩২২ জন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৪৮ জনকে।

বাকি রোগীরা মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা হাসপাতাল, সিভিল সার্জন অফিস ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাজু খান নামের এক যুবক এবং জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আমজাদ মণ্ডল নামের আরো একজন।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৩০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৪ জন। ঢাকায় রেফার্ড করা হয়েছে ৪২ জনকে। আর বাকি ৮২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ দুপুর পর্যন্ত মোট ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরো জানান, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন। ঢাকায় রেফার্ড করা হয়েছে ছয়জনকে। রাজু নামে এক যুবকরে মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন ভর্তি হয় এবং চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলেও জানান তিনি।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জের সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় এ পর্যন্ত মোট ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ভর্তি হয়। এর মধ্যে ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাকি ১০ জন চিকিৎসাধীন রয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago