দুই মাস না যেতেই ইয়োভিচের রিয়াল ছাড়ার গুঞ্জন

ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর ফের দায়িত্ব নিয়ে প্রথমেই লুকা ইয়োভিচকে কিনেছিলেন জিনেদিন জিদান। খরচও কম হয়নি। ৬২ মিলিয়ন পাউন্ড দিয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এ সার্বিয়ান তরুণকে কিনে দলটি। কিন্তু দুই মাস না যেতেই তাকে ধারে অন্য কোন ক্লাবে পাঠানোর চিন্তা করছেন জিদান। সার্বিয়ান গণমাধ্যমের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

সার্বিয়ার প্রধান দুটি দৈনিক পত্রিকার সংবাদ অনুযায়ী, জিদানকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন ইয়োভিচ। লালিগায় রিয়াল মাদ্রিদের মতো দলে খেলার মতো সামর্থ্য এ তরুণের রয়েছে কি না এ নিয়ে দ্বিধা রয়েছে জিদানের। আর এ কারণেই আগামী মৌসুমে তাকে ধারে পাঠাতে চাচ্ছেন এ ফরাসী কোচ। অথচ বুন্দাসলিগায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে গত মৌসুমে গোলমেশিন উপাধি পেয়েছিলেন ২০১৭ সালে বেনফিকা থেকে ধারে ফ্রাঙ্কফুর্টে যোগ দেওয়া ইয়োভিচ।

অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ৭ গোল হজমের দিনে রিয়ালের হয়ে প্রথম একাদশে খেলেছিলেন ইয়োভিচ। কিন্তু মাঠে তাকে সে অর্থে খুঁজেই পাওয়া যায়নি। পরে তাকে বদল করেন জিদান। সার্বিয়ান সংবাদ অনুযায়ী সেদিনও এ তরুণের উপর বিরক্ত হয়েছিলেন কোচ। কিন্তু ফ্রাঙ্কফুর্টের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেন ইয়োভিচ। যার মধ্যে ১০টি গোল ছিল ইউরোপা লিগে।

সংবাদে আরও বলা হয়েছে যে, ধারে যাওয়ার কোন পরিকল্পনা ইয়োভিচের নেই। প্রত্যাশা করছেন খুব শীগগিরই তিনি গোল করবেন এবং জিদানের আস্থা খুঁজে পাবেন। এখন দেখার বিষয় তিনি কতটুকু কোচকে সন্তুষ্ট করতে পারেন। প্রাক মৌসুমে এখন পর্যন্ত ছন্দ খুঁজে পায়নি রিয়াল মাদ্রিদ। তাই ইয়োভিচ ছন্দে না ফিরলে কঠিন যে কোন সিদ্ধান্ত নিতেও পারেন জিদান।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago