ধনঞ্জয়ার পাঁচ শিকার, টেইলরের প্রতিরোধ
আকিলা ধনঞ্জয়ার স্পিন বিষে দিনভর ভুগেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ রস টেইলর সেই তোপ সামলে গড়েছেন প্রতিরোধ। তাতে গল টেস্টের প্রথম দিনে স্বাগতিক শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লড়ছে সমান তালে।
বুধবার গলে সিরিজের প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৬৮ ওভার। তাতে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে নিউজিল্যান্ড। ৫ উইকেটের সবগুলোই নিয়েছেন অফ স্পিনার ধনঞ্জয়া।
টস জিতে ব্যাট করতে গিয়ে ভালো শুরু পায় সফরকারীরা। জিত রাভাল আর টম ল্যাথাম ওপেন করতে নেমে শুরু করেছিলেন দেখেশুনে। ৬৮ রানে গিয়ে ল্যাথামের আউটে ভাঙে সে জুটি। অধিনায়ক কেইন উইলিয়ামসন ফেরেন ৩ বল খেলেই।
চারে নেমে দাঁড়িয়ে যান টেইলর। হেনরি নিকোলাসকে নিয়ে গড়েন ১০০ রানের জুটি। নিকোলাস আর বিযে ওয়েটলিং পর পর ধনঞ্জয়ার বলে এলবিডব্লিও হয়ে গেলে বিপদে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
দিনশেষে টেইলর অপরাজিত আছেন ৮৬ রানে। সঙ্গী মিচেল স্যান্টনারের রান ৮। ধনঞ্জয়া ৫৭ রানে নিয়েছেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬৮ ওভারে ২০৩/৫ (রাভাল ৩৩, ল্যাথাম ৩০, উইলিয়ামসন ০, টেইলর ৮৬*, নিকোলস ৪২, ওয়াটলিং ১, স্যান্টনার ৮*; লাকমল ১০-৫-১৪-০, কুমারা ১০-১-৩৭-০, ধনাঞ্জয়া ২২-২-৫৭-৫, ডি সিলভা ৬-০-২০-০, এম্বুলদেনিয়া ২০-১-৭৩-০)
Comments