আগামী দুদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা : বিসিবি
স্টিভ রোডসের শূন্যস্থান পূরণ করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুদিনের মধ্যেই প্রধান কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে যাচ্ছে বোর্ড।
বুধবার বিকেলে কোচ প্রার্থীদের সাক্ষাতকার নিতে বিসিবি সভাপতির বেক্সিমকো কার্যালয়ে মিলিত হয়েছিলেন বিসিবি পরিচালকরা। সেখানে কাদের সাক্ষাতকার নেওয়া হয়েছে তা না জানালেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কোচ নিয়োগের হাল নাগাদ, ‘এমনকি আজকেও টেলিফোনে আমরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দুদিনের মধ্যেই প্রধান কোচের নাম ঘোষণা করতে পারব।’
চলতি মাসে সাবেক প্রোটিয়া ক্রিকেটার ও কোচ রাসেল ডমিঙ্গো সাক্ষাতকার দিতে বাংলাদেশে আসেন। তার ব্যাপারে ইতিবাচক মন্তব্য এসেছিল বিসিবির তরফ থেকে। তবে রাসেলকে কোন পর্যায়ের কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে তা রয়ে গেছে ধোঁয়াশায়।
এদিকে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের নাম জোরেশোরে শোনা গেলেও এই কোচ আছেন ভারতেরও কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হওয়ায় স্টিভ রোডসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক শেষ করে দেয় বিসিবি। বিশ্বকাপের পর পর শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বোর্ডের একাধিক পদে থাকা খালেদ মাহমুদ সুজন।
জানা গেছে, আসছে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেই নতুন কোচ নিয়োগ দিতে মরিয়া বিসিবি।
Comments