৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়া রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর সড়ক ও রেল দুই মাধ্যমেই যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
পরে বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। এতে করে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কেও যান চলাচলও শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি চালু হয়। এসময় বন্ধ হওয়া থাকা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যানবাহন চলাচলও স্বাভাবিক হয়।
এর আগে চাষাঢ়া রেল স্টেশন মাস্টার আমেনা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকার কমলাপুর থেকে ১২টা ২০ মিনিটে ছেড়ে আসা ট্রেন দুপুর ১টা ৭মিনিটে চাষাঢ়া স্টেশন ত্যাগ করে কেন্দ্রীয় স্টেশনে যাওয়ার পথে বিকল হয়ে পড়ে। ট্রেন বিকল হওয়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
Comments