বার্সায় কোথায় খেলবে নেইমার, প্রশ্ন স্টইচকভের

নেইমার। ফাইল ছবি

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলে আছেন। অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোও খেলছেন উইঙ্গার হিসেবে। তার উপর অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আতোঁয়া গ্রিজমানকেও কিনেছে তারা। এতো এতো তারকা খেলোয়াড়ের ভীরে আবার নেইমারকেও কিনতে চাচ্ছে বার্সেলোনা। তাই এ ব্রাজিলিয়ান কোথায় খেলবেন এমন প্রশ্নই করেছেন বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় রিস্টো স্টইচকভ।

শুধু প্রশ্নই তোলেননি, নেইমারকে দলে না টানতে ক্লাবকে অনুরোধও করেছেন বুলগেরিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা এ খেলোয়াড়। নেইমার বার্সেলোনায় আসলে সাইড বেঞ্চ ভারি হবে বলেই ধারণা স্টইচকভের, 'বার্সেলোনার নেইমারের দরকার নেই। তার কোন স্থান নেই কারণ দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে। দলে দেম্বেলে, গ্রিজমান, সুয়ারেজ ও মেসি আছে। সে কোথায় খেলবে? তাকে হয়তো লকার রুমে রাখা একটা বোমা হবে।'

তবে কথিত আছে যে মেসি হতে শুরু করে দলের অনেক খেলোয়াড়ই চান নেইমার আবার বার্সেলোনায় ফিরে আসুক। তাতে বেশ বিরক্ত স্টইচকভ। নেইমারের জন্য বার্সেলোনার এক ইউরোও খরচ করা উচিৎ হবে না বলে মনে করেন তিনি, 'আমার দৃষ্টিকোণ থেকে আমি চাই না সে ফিরে আসুক। তবে এটা নিশ্চিত দলের খেলোয়াড়দের একটা গ্রুপ চায় সে ফিরে আসুক এবং প্রেসিডেন্টকে বলেছেও তাকে কিনে আনতে। কিন্তু বার্সেলোনার উচিৎ হবে তাকে ফেরাতে একটা ইউরো খরচ করা। তাদের অবশ্যই পিএসজিকে কিছু দেওয়া ঠিক হবে না।'

তবে স্টইচকভ না চাইলেও নেইমারকে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। গত মঙ্গলবার দিনভর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও তার সহকারীর সঙ্গে বার্সেলোনার হয়ে আলোচনা করেছেন স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও তার সহকারীরা। যদিও কোন সুরাহা হয়নি। বার্সার কোন প্রস্তাবেই রাজী হয়নি ফরাসী দলটি। ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি দুইজন খেলোয়াড় দেওয়ার প্রস্তাব রেখেছে তারা। তাও কৌতিনহো ও ইভান রাকিতিচের মতো খেলোয়াড়। কিন্তু নগদ অর্থ চাই পিএসজির। ঠিক যে মূল্যে কাতালান ক্লাব থেকে কিনেছিল তারা।

এটা কিছুতেই পছন্দ হচ্ছে না স্টইচকভের। এতে দলের খেলোয়াড়দের অসম্মান করা হচ্ছে বলে ধারণা ১৯৯৪ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার, 'পিএসজিতে খেলোয়াড় দেওয়া? এটা অবশ্যই অসম্মানজনক। উদাহরণ স্বরূপ, রাকিতিচ দারুণ একজন খেলোয়াড়, খুবই বিনয়ী একজন ছেলে সে কখনোই তার মাথাকে নত করবে। সে সব সময় বার্সেলোনার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আসছে। কৌতিনহো? তাকে অনেক টাকা দিয়ে কিনেছে। তার মধ্যে ফুটবলের অনেক কিছুই আছে। আমি তার পাশে আছি। আশা করব কোন বার্সেলোনার খেলোয়াড় দল ছাড়বে না।'

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago