ভারতের কোচের দৌড়ে হেসনের চেয়ে শাস্ত্রী এগিয়ে

ভারতের প্রধান কোচ নিয়োগের দৌড়ে মাইক হেসনের চেয়ে বর্তমান কোচ রবি শাস্ত্রী এগিয়ে আছেন। এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। ভারতের কোচ শেষ পর্যন্ত কে হন সেদিকে নজর থাকার কথা বিসিবিরও। কারণ নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন যে আছেন বিসিবিরও সংক্ষিপ্ত তালিকায়।
ছবি: সংগ্রহ

ভারতের প্রধান কোচ নিয়োগের দৌড়ে মাইক হেসনের চেয়ে বর্তমান কোচ রবি শাস্ত্রী এগিয়ে আছেন। এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। ভারতের কোচ শেষ পর্যন্ত কে হন সেদিকে নজর থাকার কথা বিসিবিরও। কারণ নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন যে আছেন বিসিবিরও সংক্ষিপ্ত তালিকায়।

হেসন শেষ পর্যন্ত ভারতের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেলে বিসিবির সামনে খোলে যাবে আরেকটি দুয়ার। শুক্রবার কপিল দেবের নেতৃত্বে কোচ নিয়োগ কমিটি (সিএসএ) মুম্বাইয়ে কোচ প্রার্থীদের সাক্ষাতকার নিয়েছে। কপিল ছাড়াও কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় ও সাবেক নারী ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী।

ভারতের কোচের পদ পেতে শাস্ত্রী ছাড়াও আগ্রহী মাইক হেসন, টম মুডি, রবিন সিং , ফিল সিমন্স ও লালচাঁদ রাজপুত। এদের মধ্যে হেসন, রবিন সিং ও রাজপুত বিসিসিআই দপ্তরে সরাসরি হাজির হয়ে সাক্ষাতকার দিয়েছেন। হেসনের সাক্ষাতকার দিয়ে বেরিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন টম মুডি, ফিল সিমন্স ও ভারতীয় দলের সঙ্গে বর্তমানে ক্যারিবিয়ান সফরে থাকা শাস্ত্রী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, কোচ নিয়োগের এই প্রক্রিয়া কেবলই আনুষ্ঠানিকতা। অধিনায়ক বিরাট কোহলির পছন্দের হওয়ায় শাস্ত্রীই থেকে যাচ্ছেন প্রধান কোচের পদে। বাংলা দৈনিক আনন্দবাজার খবর দিচ্ছে, বদল হচ্ছে না বোলিং কোচও। ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌর নিয়োগ পেতে পারেন। এছাড়া ফিল্ডিং কোচ হতে সাবেক প্রোটিয়া কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডস আবেদন করায় এই পদেও হতে পারে বদল।

কোচ নিয়োগের পরামর্শ কমিটির এক সদস্যের বরাতে গণমাধ্যমটি লিখেছে, এই মুহুর্তে বিদেশী কোচ নিয়োগের আগ্রহ নেই তাদের। শাস্ত্রীর অধিনে দলের ধারাবাহিক পারফরম্যান্সকে তুলে আনা হচ্ছে সামনে। যদিও তার আমলে টানা দুটি আইসিসি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago