এবার কিউইদের কাবু করলেন এম্বুলদেনিয়া
প্রথম ইনিংসে আকিলা ধনঞ্জয়ার স্পিনে ভুগতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তারা পড়েছে লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণির সামনে। তৃতীয় দিন শেষে গল টেস্ট অপেক্ষায় আছে নাটকীয় সমাপ্তির।
শুক্রবার আগের দিনের ৭ উইকেটে ২২৭ রান নিয়ে নেমে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২৬৭ রানে। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে কিউইদের চেপে ধরেন বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়া। তার তোপে ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
৩ উইকেট হাতে নিয়ে সফরকারীরা এগিয়ে আছে ১৭৭ রানে। এম্বুলদেনিয়া ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া, ধনঞ্জয়া ডি সিলভা আঘাত হানেন। ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কেইন উইলিয়ামসনের দল। বিপর্যয়ের মধ্যে টিকে ছিলেন ওপেনার টম ল্যাথাম। দলের ৮১ রানে ৪৫ করা ল্যাথামকে ফেরান আকিলা।
ধুঁকতে থাকা কিউইরা তিন অঙ্কে যাওয়ার আগে হারায় হেনরি নিকোলাসকেও। চরম বিপর্যস্ত দলকে উদ্ধারে এগিয়ে আসেন বিজে ওয়েটলিং। এক প্রান্তের ধসের বিপরিতে টিকে তিনি দিনশেষেও অপরাজিত ৬৩ রানে। তার ব্যাটেই লিড দেড়শো ছাড়িয়ে নিয়ে গেছে নিউজিল্যান্ড।
গলের উইকেটে ক্রমেই সুবিধা পাচ্ছেন স্পিনাররা। চতুর্থ ইনিংসে এখানে দুইশো রান তাড়া করাও বেশ শক্ত। কাজেই চতুর্থ দিনে এখানে অপেক্ষা করছে দারুণ রোমাঞ্চের।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৬৭
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৭৬ ওভারে ১৯৫/৭ (রাভাল ৪, ল্যাথাম ৪৫, উইলিয়ামসন ৪, টেইলর ৩, নিকোলাস ২৬, ওয়েটলিং ৬৩*, স্যান্টনার ১২, সাউদি ২৩, সাভারভিলে ৫* ; লাকমাল ০/২৫, আকিলা ১/৫৬, ধনঞ্জয়া ২/১৬, এম্বুলদেনিয়া ৪/৭৭, কুমারা ০/১৯)
Comments