ঝিলপাড় বস্তিতে আগুন, সর্বস্ব হারালেন হাজার হাজার মানুষ
রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড় এলাকায় ঝিলপাড়ের বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শত শত ঘর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আজ (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটা ২২ মিনিটের দিকে ওই বস্তিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগার কারণ জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভয়াবহ এই আগুনে বস্তির শত শত ঘর পুড়ে গেছে। সর্বস্ব পুড়ে যাওয়ায় বস্তিবাসীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।
বস্তিবাসীদের দাবি, আগুনে বস্তির ১ হাজার ৫০০ থেকে দুই হাজার ঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
আবদুল গফুর নামে এক দোকানদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তার দোকানের পার্শ্ববর্তী একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Comments