ময়মনসিংহে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

Body Recov
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ঝাউগড়া এলাকায় দায়িত্বপালনরত অবস্থায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবি চৌধুরী (৩৩)। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তিনি ময়মনসিংহে ট্রাফিক পুলিশের দায়িত্বপালন করছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঝাউগড়া এলাকায় দায়িত্বপালন করছিলেন রবি। এ সময় সড়কের উল্টো পাশ দিয়ে ময়মনসিংহগামী বাঁশবোঝাই একটি ট্রাককে আসতে দেখে তিনি থামানোর সংকেত দেন। কিন্তু ট্রাকটির চালক তাকে চাপা দিয়েই দ্রুতগতিতে পালিয়ে যান।

রবিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

পরে ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

The tagline of this year's programme is "Saluting the nation builders of tomorrow".

21m ago