ইছামতীর প্রাণ ফিরবে কবে?
দখল দূষণে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদী। প্রভাবশালীরা নদী দখল করে গড়েছেন পাকা স্থাপনা। ময়লা আবর্জনায়, পানি প্রবাহ বন্ধ হয়ে দূষিত হচ্ছে পরিবেশ। সামাজিক আন্দোলন, আইনি পদক্ষেপ কোনো কিছুতেই প্রতিকার না পেয়ে এখন হতাশ পাবনাবাসীর।
১৯৭০ এর দশকে পাবনা পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছিল ইছামতীর বিস্তার, প্রস্থ ছিল ৯০ থেকে ২০০ ফুট। অথচ, অব্যাহত দখলে নদীর প্রস্থ কমে এখন দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ ফুটে। সংস্কারের অভাবে অধিকাংশ এলাকা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছে নদীর দুই তীর। প্রভাবশালীরা উৎসমুখ ভরাট করে ফেলায় ইছামতী এখন প্রাণহীন বদ্ধ খাল।
বিস্তারিত দেখুন স্টার লাইভের ভিডিওটিতে
Comments