কন্ডিশনিং ক্যাম্পে আছেন মাশরাফি, ডাক পেয়েছেন এক ঝাঁক তরুণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর জিম্বাবুয়েকে যুক্ত করে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে রোববার। টেস্ট ও টি-টোয়েন্টি কোনটাই না খেললেও ফিটনেস ঠিক রাখতে এই ক্যাম্পে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। ডাক পেয়েছেন কখনো জাতীয় দলের কোন ক্যাম্পে ডাক না পাওয়া এক ঝাঁক তরুণ। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নেই, বিশ্রামের কারণে নেই তামিম ইকবালও।
mashrafe mortaza
ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর জিম্বাবুয়েকে যুক্ত করে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে রোববার। টেস্ট ও টি-টোয়েন্টি কোনটাই না খেললেও ফিটনেস ঠিক রাখতে এই ক্যাম্পে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। ডাক পেয়েছেন কখনো জাতীয় দলের কোন ক্যাম্পে ডাক না পাওয়া এক ঝাঁক তরুণ। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নেই, বিশ্রামের কারণে নেই তামিম ইকবালও।

রোববার (১৯ অগাস্ট) থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দুদিন পর এই ক্যাম্পে যোগ দেবেন নতুন নিয়োগ পাওয়া কোচ রাসেল ডমিঙ্গো।

নতুন কোচ জাতীয় দলের পাইপলাইন পরখ করে দেখতে এসেই বেশ বড় বহরই হাতের কাছে পাচ্ছেন। ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক মাশরাফি আছেন নিজের ফিটনেস ঠিক রাখতে। শ্রীলঙ্কা সফরের পর অফ ফর্মের কারণে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়ায় আগেই বিশ্রাম চেয়েছিলেন তামিম। তাকে সঙ্গত কারণেই রাখা হয়নি এই ক্যাম্পে। শ্রীলঙ্কা সফরে না যাওয়া সাইফুদ্দিন চোটের কারণেই এই ক্যাম্পে।

এছাড়া ক্যাম্পে আছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা সব ক্রিকেটারই। নতুন করে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা তরুণ ওপেনার নাঈম শেখ। ডাক পেয়েছেন শহিদুল ইসলাম, শফিকুল ইসলামের মতো পেসাররা। রাখা হয়েছে যুবদলের হয়ে ভালো খেলা তরুণ ব্যাটসম্যান আমিনুল ইসলাম বিপ্লব।

৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টির কন্ডিশনিং ক্যাম্পে আছেন যারা: 

ইমরুল কায়েস, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।  

Comments