লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
লক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ (১৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের জিবি রোডে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সদর উপজেলার দালাল বাজার ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও পৌর শহরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
নিহতের মামা কাউসার জানান, প্রবাস ফেরত বাবার কাছে কলেজ পড়ুয়া ছেলে ইব্রাহিম মোটর সাইকেল কেনার আবদার করেন। শনিবার বিকালে ইব্রাহিমকে কিনে দেওয়া হয় একটি নতুন মটর সাইকেল। রবিবার ভোরে গাড়ীটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। পরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিলেন। তাছাড়া হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ী চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
Comments