কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন আরও দুই ব্যক্তি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার আমাদের কুমিল্লা সংবাদদাতাকে জানান, আজ (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জামতলি এলাকায় কুমিল্লা-লাকসাম সড়কে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আর মামুন দ্য ডেইলি স্টারকে জানান, গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
Comments