হালদা দূষণকারী এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে এশিয়ান পেপার মিল বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই কাগজ কলের কারণে একটি খালের পানি দূষিত হচ্ছিল যে খালটির সঙ্গে হালদার সংযোগ থাকায় নদীটির জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল।
ছবি: সংগৃহীত

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে এশিয়ান পেপার মিল বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই কাগজ কলের কারণে একটি খালের পানি দূষিত হচ্ছিল যে খালটির সঙ্গে হালদার সংযোগ থাকায় নদীটির জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল।

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নন্দিরহাট এলাকায় পেপার মিলটির অবস্থান।

কাগজ উৎপাদন চালানোর জন্য যেসব শর্ত ছিল তার চারটি পূরণে ব্যর্থ হয়েছে এশিয়ান পেপার মিল। এমনকি বর্জ্য পরিশোধনের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণেও ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, এসব ব্যাপারে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর (চট্টগ্রাম বিভাগ) কারখানা বন্ধ রাখার আদেশ দিয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ধ্বংসের মুখে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদা

আরও পড়ুন: হালদা’র আর্তনাদ: বাঁচবে তো মাছ?

Comments