এফ আর টাওয়ারের মামলায় তাসভির গ্রেপ্তার

তাসিভির উল ইসলাম

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভিরকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছরের ২৭ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন মারা যান। ভবনটির ২১, ২২ ও ২৩ তলার মালিক তাসভির কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাও তিনি। ঘটনার পর ২৫ জুন ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। অবৈধভাবে ভবন সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযুক্ত ২৩ জনের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন।

তদন্তে দুদক দেখেছে, বনানীর ওই ২৩ তলা ভবনটিতে কোনো ফায়ার এলার্ম ছিল না। সেই সঙ্গে সংকীর্ণ বহির্গমন পথ ও সিঁড়ি, ফায়ার এক্সিট বন্ধ থাকাসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করে। ভবনটি ১৫ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অবৈধভাবে এটি ২৩ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে যে কারণেই এত মানুষের প্রাণহানি হয়েছে।

ছবি: প্রবীর দাশ

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago