যেকোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: পররাষ্ট্র সচিব

rohingya refugees
মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল। স্টার ফাইল ছবি

পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেকোনো সময় শুরু হবে। আজ ঢাকায় এক আলোচনা শেষে তিনি বলেন, প্রত্যাবাসনের বিষয়টি সব সময়ই গুরুত্ব পেয়ে এসেছে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং যেকোনো সময় শুরু হতে পারে।

আগামী ২২ আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে এমন খবর বেরিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে। এ ব্যাপারে প্রশ্নের জবাবে সংবাদিকদেরকে আজ এসব কথা বলেন পররাষ্ট্র সচিব। গত বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার এবং এটি ২২ আগস্ট থেকে শুরু হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অডিটরিয়ামে রোহিঙ্গা ক্রাইসিস: ওয়ে ফরওয়ার্ড শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে সাংবাদিকদের উদ্যোগে গঠিত দ্য রেড এন্ড গ্রিন রিসার্চ।

মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে গত কয়েক দশক ধরে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়  নিলেও শুধুমাত্র ২০১৭ সালের আগস্ট মাসেই প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে এসেছে। জাতিসংঘ বলছে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে মাত্রায় নির্যাতন চলেছে তাতে “গণহত্যার অভিপ্রায়” স্পষ্ট। তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চললেও বিভিন্ন সময় রোহিঙ্গাদের প্রতিবাদের কারণে তা ব্যাহত হয়েছে।

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

33m ago