সেই রেঁনের কাছেই হারল নেইমারবিহীন পিএসজি

গেল মৌসুমের ফরাসি কাপের ফাইনালে রেঁনের কাছে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের ফরাসি লিগ ওয়ানেও তরকাসমৃদ্ধ দলটিকে প্রথম হারের স্বাদ দিয়েছে সেই রেঁনেই। লিগের টানা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা পারেনি জয়ের ধারা বজায় রাখতে।
psg vs rennes
রেঁনে-পিএসজি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি

গেল মৌসুমের ফরাসি কাপের ফাইনালে রেঁনের কাছে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের ফরাসি লিগ ওয়ানেও তরকাসমৃদ্ধ দলটিকে প্রথম হারের স্বাদ দিয়েছে সেই রেঁনেই। লিগের টানা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা পারেনি জয়ের ধারা বজায় রাখতে।

রবিবার রাতে (১৯ অগাস্ট) রেঁনের মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে পিএসজি। প্রথম ম্যাচে টমাস টুশেলের দল ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছিল নিমেকে, করেছিল শুভ সূচনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হয়েছে তাদের।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। রেঁনের রক্ষণভাগের ভুলের পুরো ফায়দা তুলে নিয়ে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতির ঠিক আগে আগে স্বাগতিকদের সমতায় ফেরান এমবায়ে নিয়াং। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চতুর্থ মিনিটে রেঁনেকে এগিয়ে দেন রোমা দেল কাস্তিয়ো। ম্যাচের বাকি সময়টা এই স্কোরলাইন ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নেইমার না থাকলেও ম্যাচ শেষে কোনো অজুহাত দাঁড় করাতে চাননি পিএসজি দলনেতা থিয়াগো সিলভা। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানান, ‘এটা সবার জন্যই কঠিন। কিন্তু এটা কোনো অজুহাত নয়। নেইমার ছিল না। আমাদেরকে তাই নিজেদের মতো করে ভাবতে হবে। আশা করছি এটাই মৌসুমের শেষ (হার)।’

উল্লেখ্য, ফরাসি লিগ ওয়ানে গেল ১০ বছরে রেঁনের কাছেই সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে শক্তিশালী পিএসজি। প্যারিসিয়ানদের বিপক্ষে রেঁনের এটি পঞ্চম জয়।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

56m ago