এফআর টাওয়ারের প্লট মালিক ফারুক গ্রেপ্তার
বিল্ডিং কোড না মানার অভিযোগে বনানীর এফআর টাওয়ারের প্লট মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (১৯ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর দেড়টার দিকে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক এফআর টাওয়ারের প্লট মালিক ফারুককে গ্রেপ্তার করেন।
এর আগে, গতকাল (১৮ আগস্ট) এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করে দুদক।
উল্লেখ্য, গত ২৭ মার্চ এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।
আরো পড়ুন:
Comments