জামিন পেলেন তাসভির উল ইসলাম

বনানীর এফ আর টাওয়ারের মালিকদের মধ্যে অন্যতম তাসভির উল ইসলামকে আজ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। অবৈধভাবে ভবনটি সম্প্রসারণের অভিযোগে মামলার আসামি তাসভিরকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল।
তাসিভির উল ইসলাম

বনানীর এফ আর টাওয়ারের মালিকদের মধ্যে অন্যতম তাসভির উল ইসলামকে আজ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। অবৈধভাবে ভবনটি সম্প্রসারণের অভিযোগে মামলার আসামি তাসভিরকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল।

তাসভিরের বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনায় ঢকার সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েস ২৯ আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন। একদিন আগেই রোববার দুদকের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

শুনানির সময় তাসভিরের আইনজীবী এহসানুল হক সমাধি আদালতকে বলেন যে তার মক্কেল হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন। আর জামিন আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর মোশাররফ রহমান কাজল বলেন, ভবনের নকশা পাল্টানোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে তাসভিরের। জামিন পেলে তিনি তদন্ত কাজে বাধা তৈরি ও মামলার আলামত নষ্ট করতে পারেন।

একই বিবেচনায় এর আগে অপর একটি মামলায় তাসভিরকে জামিন দেন মুখ্য মহানগর হাকিমের আদালত।

আরও পড়ুন: এফ আর টাওয়ারের মামলায় তাসভির গ্রেপ্তার

Comments