বিকল্প না পেয়ে নেইমারকে ছাড়তে চান না পিএসজি কোচ
নেইমার পিএসজিতে থাকছেন নাকি বার্সেলোনায় ফিরছেন? নাকি সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন। অনেক দিন থেকেই এ আলোচনাই সবচেয়ে বেশি চলছে ফুটবল পাড়ায়। প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি) মালিক নাসের আল-খেলাইফি অবশ্য নেইমারকে আর নিজের ক্লাবে চান না। রীতিমতো তার চক্ষুশূলে পরিণত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু দলের কোচ টমাস টুখেল বলছেন ভিন্ন কথা। বিকল্প না পেয়ে নেইমারকে ছাড়ছেন না বলেই জানিয়েছেন এ ফরাসী কোচ।
লিগ ওয়ানে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পিএসজি। দুই ম্যাচের একটিতেও খেলেননি নেইমার। তাই ধারণা করাই যাচ্ছে নেইমারের পরিণতি কি হতে যাচ্ছে। কিন্তু ক্যানেল প্লাসকে টুখেল যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার নেইমারকে ছাড়তে ইচ্ছুক নন তিনি, 'কোন বিকল্প না নেওয়া পর্যন্ত সে (নেইমার) কোথাও যাচ্ছে না, এটা সম্ভব না। এটা পরিষ্কার যদি সে থাকে সে এমন একজন খেলোয়াড় যে আমাদের জেতাতে সাহায্য করে।'
নেইমারকে কেন ছাড়তে চাইছেন না টুখেল তার কারণও রয়েছে। এ ব্রাজিলিয়ানকে ছাড়া আগের দিন রেঁনের কাছে হেরেছে তার দল। এর আগে গত মৌসুমেও অবশ্য ফরাসী কাপের ফাইনালে তাদের কাছে হেরেছিল দলটি। কিন্তু এদিন ম্যাচে নেইমারের অভাব ভালোভাবেই টের পেয়েছেন টুখেল। তবে নেইমারকে ম্যাচে না রাখার একটি যুক্তিও দিয়েছেন এ ফরাসী কোচ, 'আজকে আমার খেলোয়াড় (নেইমার) খেলতে পারেনি কারণ সে দলের অন্য সবার মতো পর্যাপ্ত অনুশীলন করেনি। এটাই পরিস্থিতি, এবং কোন কিছুই বদলায়নি।'
নেইমারের দল ছাড়তে চাওয়ার গুঞ্জন নতুন কিছু নয়। গত মৌসুমের মাঝ পথ থেকেই এ আলোচনা শুরু। কিন্তু কাজের কাজ এগিয়েছে খুব কমই। এখনও পিএসজিতেই আছেন তিনি। তাই নেইমার যে পিএসজিতে থাকতেও পারেন তার ইঙ্গিতও দিয়েছেন টুখেল, 'আমি সবসময়ই একটা জিনিসই বলে আসছি। এখন দল-বদলের আরও ১০ দিনের মতো বাকী রয়েছে। আপনার কি মনে হয় এটা কাল অথবা এর পরদিন এর সমাধান হয়ে যাবে?'
তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই নেইমারকে পেতে খুব করেই চেষ্টা করছে। কিন্তু পিএসজি নেইমারকে ছাড়তে কেন দামই চায়। তাই সম্পূর্ণ নগদ। কোন খেলোয়াড়ের বিনিময়ে নয়। যে কারণেই আটকে রয়েছে নেইমারের ট্রান্সফার। আর বার্সেলোনার কাছে নেইমারকে বিক্রি করতে রাজী নন পিএসজি মালিক আল-খেলাইফি। তাই ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপ কৌতিনহো ও ইভান রাকিতিচের মতো খেলোয়াড় বদলের প্রস্তাবও মানেনি পিএসজি।
২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে।
Comments