বাড়িতে মশার প্রজননক্ষেত্রের খোঁজে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
বাড়ির মালিকের অবহেলার কারণে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা বংশবিস্তার করছিল এরকম নয়টি বাড়ির মালিকদের আজ এই জরিমানা করা হয়।
বাসাবাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্রের খোঁজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি ও যাত্রাবাড়িতে অভিযান চালায়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, অভিযানে এমন নয়টি বাড়ি পাওয়া গেছে যেখানে মশা বংশ বিস্তার করছিল। এ কারণ আদালত ওই বাড়িগুলোর মালিকদের জরিমানা করেছে। এর মধ্যে বিলাসবহুল বহুতল বাড়ি যেমন রয়েছে তেমনি আছে নির্মাণাধীন কিছু বাড়ি।
ডিএসসিসির এই কর্মকর্তা আরও জানান, আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ ও জরুরি বিভাগের আশপাশের জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। মেয়র মেয়র সাঈদ খোকন এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেবেন।
মশকবিরোধী অভিযানে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ২২৫টি ভবন পরিদর্শন করেছে বলে যোগ করেন তিনি।
Comments