পগবার ব্যর্থতার খেসারত দিল ম্যান ইউনাইটেড

paul pogba
পল পগবা। ছবি: এএফপি

ফ্রান্স তারকা পল পগবা পেনাল্টি নিয়ে গোল করতে পারেননি। তার খেসারত দিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ফলে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেছে রেড ডেভিলরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে (২০ অগাস্ট) ১-১ গোলে ড্র হয়েছে ম্যান ইউনাইটেড ও উলভসের মধ্যকার ম্যাচটি। ফলে লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে উদ্বোধনী ম্যাচে চেলসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ওলে গানার সুলশারের শিষ্যরা।

ম্যাচের ২৭তম মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ক্লাবের হয়ে ফ্রান্স ফরোয়ার্ডের এটি ৫০তম গোল। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দশম মিনিটে দর্শনীয় লক্ষ্যভেদে স্বাগতিক উলভসকে সমতায় ফেরান পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেস।

ম্যাচের ৬৭তম মিনিটে পগবা ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক নিতে এগিয়ে আসেন তিনি নিজেই। কিন্তু তার জোরালো নিচু শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন উলভসের পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাত্রিসিও।

লিগের দুই রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড। ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উলভারহ্যাম্পটন। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। একই পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রয়েছে তিনে। তাদের অর্জনও শহর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের সমান ৪ পয়েন্ট।

উল্লেখ্য, গেল মৌসুমের প্রিমিয়ার লিগেও ইউনাইটেডকে বেকায়দায় ফেলেছিল উলভারহ্যাম্পটন। ম্যানচেস্টারের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরার পর নিজেদের মাঠে তারা ২-১ গোলে হারিয়েই দিয়েছিল ইংলিশ লিগের সফলতম দলটিকে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago