তিস্তা ইস্যু সমাধানে ভারতের ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি: জয়শঙ্কর
তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
এছাড়াও, মিয়ানমার থেকে বিতাড়িত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা আরো বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ (২০ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত মনে করে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের স্বার্থেই দ্রুত, নিরাপদ ও স্থায়ীভাবে রোহিঙ্গা সমস্যা করতে হবে।
“বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে ভারত” উল্লেখ করে তিনি বলেন, “আগামীতে আরো সহায়তা দেওয়া হবে।”
তিস্তা নদী বিষয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর সমস্যা সমাধানে ভারত বদ্ধপরিকর।
Comments