সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার
সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বাঘটির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে এর ময়নাতদন্ত করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সুন্দরবনের পূর্বাঞ্চলে চাপড়াখালী এলাকায় বাঘটির মরদেহের সন্ধান পাওয়া যায়। আজ দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসে মরদেহটি নিয়ে আসা হয়। এর পরই ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমকে জানানো হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বন রক্ষীরা টহল দিতে গিয়ে মরদেহটির সন্ধান পায়। শরণখোলা ও মোরেলগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তারা মরদেহটির ময়নাতদন্ত করছেন। সেই সঙ্গে এর দেহাংশ সংগ্রহ করে পরীক্ষার জন্য বন বিভাগের ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মৃত বাঘটির চামড়া সংরক্ষণ করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, শরণখোলা রেঞ্জ অফিসের ভেতরে এটিকে মাটিচাপা দেওয়া হবে।
মৃত বাঘটি সম্পর্কে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, মরদেহটি পচতে শুরু করেছে। এতে বুলেট বা অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। তবে বাঘটিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েহে কি না জানতে এর শরীরের অংশবিশেষ সংরক্ষণ করা হবে।
Comments