কলম্বোয় করুনারত্নে আর বৃষ্টির দিন
প্রথম সেশনের পুরোটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দুপুরে ম্যাচ শুরুর পর এক সেশন পেরুতেই ফের বৃষ্টি। কলম্বো টেস্টের শেষ সেশনটাও ভেসেছে বৃষ্টি আর আলোক স্বল্পতায়। এরমাঝে দলের হাল ধরে ছন্দ দেখিয়ে চলেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
বৃহস্পতিবার কলম্বোয় খেলা হয়েছে ৩৬.৩ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে স্বাগতিকরা। অধিনায়ক করুনারত্নে অপরাজিত আছেন ৪৯ রানে, তার সঙ্গী ম্যাথিউস ব্যাট করছেন ০ রানে।
বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া টেস্ট টস জিতে নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠান করুনারত্নে। শুরুটা অবশ্য ভাল হয়নি তাদের। দলের ২৯ রানে মাত্র ২ রান করা লাহিরু থিরিমান্নেকে তুলে নেন অফ স্পিনার উইলিয়াম সামারভিলে। ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিসের সঙ্গে ৫০ রানের জুটিতে পরিস্থিতি সামলান অধিনায়ক করুনারত্নে।
কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৩২ রান করা মেন্ডিস ফেরার পর দিনের খেলা আর বেশি লম্বা হয়নি। ওভার চারেকের মধ্যেই নামে বৃষ্টি, আকাশে জমা ঘনকালো মেঘে চেষ্টা করেও আর খেলা চালানো সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
(প্রথম দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৬.৩ ওভারে ৮৫/২ (করুনারত্নে ৪৯*, লাহিরু ২, মেন্ডিস ৩২, ম্যাথিউস ০* ; বোল্ট ০/২০, সাউদি ০/২২, গ্র্যান্ডহোম ০/১৪, সামারভিলে ১/২০, প্যাটেল ০/৭)
টস: শ্রীলঙ্কা
Comments