বেদে দম্পতিকে সাপের কামড়, স্বামীর মৃত্যু
সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে এক বেদের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর সাতক্ষীরা আলীপুর নতুন বাজার এলাকায় তাদের সাপে কামড়ায়।
মৃতের নাম একলু মিয়া (৩৫)। চিকিৎসা চলছে স্ত্রী আলিনা খাতুনের (২৭)। ওঝার ঝাড়-ফুকে কাজ না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এই দম্পতি যশোর জেলার কালীগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার আলিনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন বাজার এলাকায় তাঁবু টাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করছিল। গভীর রাতে তাদের দুজনকে বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুক করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার কিছু সময় পর মৃত্যুর কোলে ঢোলে পড়ে একলু। তার স্ত্রী অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, বেদে একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুনকে ভোর সাড়ে চারটার দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভোর পাঁচটার দিকে একলু মিয়া মারা যায়। তার স্ত্রীর চিকিৎসা চলছে।
তবে তার অবস্থা ভালো না বলে তিনি জানান।
Comments