অরুণ জেটলি আর নেই
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ (২৪ আগস্ট) দুপুর ১২টা সাত মিনিটের দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসাধীন ছিলেন জেটলি। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।
২০১৮ সালের ১৪ মে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। যে কারণে ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি। ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
Comments