ইইউ-এর বাণিজ্য বন্ধের হুমকি, আমাজনের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের হুমকির প্রেক্ষিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ‘পরিবেশবিরোধী’-খেতাব পাওয়া রাষ্ট্রপতি জায়ার বোলসোনারো।
২৩ আগস্ট ২০১৯, চিলির রাজধানী সান্তিয়াগোয় ব্রাজিল দূতাবাসের সামনে পরিবেশবাদীদের বিক্ষোভ। আমাজন বনাঞ্চলে সৃষ্ট ভয়াবহ আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় তারা ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ার বোলসোনারোর সমালোচনা করে প্ল্যাকার্ড বহন করেন। ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের হুমকির প্রেক্ষিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ‘পরিবেশবিরোধী’-খেতাব পাওয়া রাষ্ট্রপতি জায়ার বোলসোনারো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আমাজনের বনাঞ্চলে সৃষ্ট ভয়াবহ আগুন নেভানোর কাজে সহায়তা করতে সেনা মোতায়েনের কথা বলেছেন ব্রাজিলের ডানপন্থি রাষ্ট্রপতি জায়ার।

পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে দেশটি সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তা দূর করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন তিনি।

আমাজনের বনাঞ্চলে আগুনের ভয়াবহ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচারিত হওয়ার পর এখন পর্যন্ত মেক্সিকো, চিলি, পেরু, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ব্রাজিলের দূতাবাসগুলোর সামনে পরিবেশবাদীরা বিক্ষোভ করেছেন।

সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় ব্রাজিলের কূটনৈতিক মিশনের রেলিংয়ে ঝুলিয়ে রাখা একটি ব্যানারে বলা হয়েছে, “আমাজন পৃথিবীর সম্পদ, ব্রাজিলের রাষ্ট্রপতির নয়।”

উল্লেখ্য, পৃথিবীর ‘ফুসফুস’ হিসেবে পরিচিত আমাজনের চিরসবুজ বনাঞ্চল পরিষ্কার করে সেই জমিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করার পক্ষে কথা বলে ‘পরিবেশবিরোধী’ খেতাব পেয়েছেন রাষ্ট্রপতি জায়ার।

এছাড়া, আমাজনে আগুন লাগার পেছনে ব্রাজিলের গরিব কৃষকদের হাত থাকতে পারে- এমন মন্তব্য করেও আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাতীয়তাবাদী এই নেতা।

আরো পড়ুন:

আমাজনের আগুন নিয়ে বহির্বিশ্বের নাক গলানোর প্রয়োজন নেই: ব্রাজিলের প্রেসিডেন্ট

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago