ল্যাথামের সেঞ্চুরিতে লিডের পথে নিউজিল্যান্ড
ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে আড়াইশর কাছে গিয়েছিল শ্রীলঙ্কা। বারবার বৃষ্টির কারণে বিঘ্ন হওয়া টেস্টে জবাব দিতে নেমে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে লিড পাইয়ে দেওয়ার পথে রেখেছেন টম ল্যাথাম।
কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষে হাতে ৬ উইকেট নিয়ে ৪৮ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার করা ২৪৪ রানের জবাবে ৪ উইকেটে ১৯৬ রান করেছে তারা। ল্যাথাম ১১১ ও ওয়েটলিং ২৫ রানে অপরাজিত আছেন। তবে তিনদিনেও দুদলের এখনো একটি করে ইনিংস শেষ না হওয়ায় এই টেস্টে বাড়ছে ড্রয়ের সম্ভাবনা।
আগের দিনের ৬ উইকেটে ১৪৪ রান নিয়ে খেলতে নেমে আরও একশো রান যোগ করে লঙ্কানরা। ধনঞ্জয়া করেন ১০৯ রান।
জবাবে শুরুটা একদমই ভালো হয়নি কিউইদের। জিত রাভাল আর কেন উইলিয়ামসন ফেরেন দ্রুতই। থিতু হয়ে ফেরেন রস টেইলর। কিন্তু বিপর্যস্ত দলকে লড়াইয়ে রাখেন ল্যাথাম। বিজে ওয়েটলিংয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে দলকে লিডের পথে নিয়ে যাচ্ছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন শেষে ১৪৪/৬) ৯০.২ ওভারে ২৪৪ (ডি সিলভা ১০৯, দিলরুয়ান ১৩, লাকমল ১০, এম্বুলদেনিয়া ০, কুমারা ৫*; বোল্ট ৩/৭৫-৩, সাউদি ৪/৬৩, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, সমারভিল ১/২০, প্যাটেল ১/৪৮)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬২ ওভারে ১৯৬/৪ (রাভাল ০, ল্যাথাম ১১১*, উইলিয়ামসন ২০, টেইলর ২৩, নিকোলস ১৫, ওয়াটলিং ২৫*; দিলরুয়ান ২/৭৬, ডি সিলভা ০/৮, লাকমল ০/৯, কুমারা ১/৪৪, এম্বুলদেনিয়া ১/৫৮)
Comments