বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর দিমাই সীমান্তে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফাইজুর রহমান জানান, নিহত আব্দুর রউফ (৩৭) বড়লেখা উপজেলার কেচরিগুল গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

তিনি আরো জানান, গরু চোরাচালান করতে রউফ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করেছিলেন।

বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, রউফ ও তার সঙ্গীরা আজ (২৪ আগস্ট) ভোররাত ১২টার দিকে উত্তর দিমাই সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার সময় বোবারথল ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি চালায়।

ঘটনাস্থলে রউফের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন উল্লেখ করে সিরাজ উদ্দিন আরো জানান, নিহতের মরদেহ ভারতের করিমগঞ্জ জেলার পাথরকন্ডি থানায় নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago