ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

যশোরের চৌগাছা উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।
আজ (২৪ আগস্ট) বিকাল তিনটার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক শিব রায় (১৯) একই গ্রামের সুকুমার রায়ের ছেলে।
শিশুটির মা ও দাদি জানান, খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মেয়েটি অন্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলা করছিলো। মেয়েটির মা পাশের একটি মন্দিরে পূজা-অর্চনায় গিয়েছিলেন। হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ির দিকে আসলে শিশুটির মা কোলে নিয়ে রক্তক্ষরণ হতে দেখলে শিশুটির কাছে জানতে চাইলে সে জানায় একই গ্রামের সুকুমারের ছেলে শিব রায় তাকে কষ্ট দিয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুঞ্জুরুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটির মায়ের কাছ থেকে ঘটনা শুনেছি। ধর্ষকে আটকের উদ্দেশ্যে অভিযান শুরু করা হয়েছে।
যশোর থেকে ফিরে মামলা করা হবে বলে জানান মেয়েটির মা।
Comments