অবাক হলেও কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা ডি লিটের

শনিবার সিরি-এতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে জুভেন্টাস। কষ্টার্জিত জয়ের সে ম্যাচের একাদশে ছিলেন না মাতাইস ডি লিট। কোচ মাউরিজিও সারির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন চলতি মৌসুমেই ডাচ ক্লাব আয়াক্স থেকে তুরিনের ক্লাবে নাম লেখানো এ তরুণ। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।
ছবি: এএফপি

শনিবার সিরি-এতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে জুভেন্টাস। কষ্টার্জিত জয়ের সে ম্যাচের একাদশে ছিলেন না মাতাইস ডি লিট। কোচ মাউরিজিও সারির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন চলতি মৌসুমেই ডাচ ক্লাব আয়াক্স থেকে তুরিনের ক্লাবে নাম লেখানো এ তরুণ। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।

চলতি মৌসুমে অনেক জল ঘোলা করে জুভেন্টাসে নাম লেখান ডি লিট। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালির ক্লাবটিতে যোগ দেন তিনি। শুরুতে বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ছিল চড়া। আলোচনা এগিয়েছিল অনেকটাই। কিন্তু কাতালান ক্লাবে যোগ দেননি। বার্সেলোনাতে যোগ না দেওয়ার অন্যতম কারণও ছিল নিয়মিত মূল একাদশে জায়গা নিশ্চিত করা। পরে ক্রিস্তিয়ানো রোনালদোর অনুরোধে যোগ দেন ইতালির ক্লাবটিতে।

পার্মার বিপক্ষে ম্যাচ শেষে ডাচ গণমাধ্যম এডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি লিট বলেছেন, 'সাধারণত আমি খেলতে পছন্দ করি। আমি অনুশীলনের সময় কোন ইঙ্গিত পাইনি, তাই বেঞ্চে বসে থাকব এটা আশা করিনি। তবে অবশ্যই আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমাকে বাস্তববাদী হতে হবে। আমি এখনও ইতালিতে মানিয়ে নিচ্ছি। যে দুজন শুরু করেছে লিওনার্দো বনুচ্চি ও জিয়র্জিও কিয়েলিনি অনেক দিন থেকেই বিশ্বের সেরা জুটি। আমাকে এ মৌসুমে লড়াই করতে হবে।'

ডি লিটকে ছাড়া দারুণ শুরু করেছে জুভেন্টাস। প্রথম ম্যাচেই ক্লিন শিট রাখতে সমর্থ হয়েছে দলটি। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও এসেছে ডিফেন্ডার কিয়েলিনির পা থেকে।

Comments