মিয়ানমারে গণহত্যার বিচারের দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ
মিয়ানমারের সেনাদের হাতে নিগৃহীত হয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়ার দুই বছর পূর্তিতে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা শরণার্থীরা।
আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, আজ (২৫ আগস্ট) বিক্ষোভে রোহিঙ্গা নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারে গণহত্যার বিচারের দাবি করেছেন।
শরণার্থীদের নেতারা বলেন, মিয়ানমারের নাগরিকত্ব ও দেশটির রাখাইন রাজ্যে নিরাপত্তা পেলে তারা সেখানে স্বেচ্ছায় ফিরে যাবেন।
তারা মিয়ানমার সরকারের কাছে তাদেরকে রোহিঙ্গা সম্প্রদায় হিসেবে স্বীকৃতির দাবিও জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এখন পর্যন্ত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছেন।
Comments