পুলিশি হেফাজতে ডাকাতি মামলার আসামির মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশ হেফাজতে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

আজ (২৫ আগস্ট) বিকালে গ্রেপ্তারের ঘণ্টাখানেক পরই তিনি মারা যান। নিহত মো. বাবুল মিয়া (৫৪) উপজেলার পূর্ব ভাগ ইউনিয়নের কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ জানান, আজ বিকাল তিনটার দিকে বাবুল মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানার কাছাকাছি নিয়ে আসার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মিয়া জেলার বিজয়নগর থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও জানান তিনি।

পুলিশ পরিদর্শক আরো জানান, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় পরিবারের সদস্যদের সামনে ওই ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
DGFI involvement in enforced disappearances

2 years lost, life shattered

He was around 15 when he was picked up, a ninth grader.

9h ago