পিএসজির জয়ে ফেরার ম্যাচে চোটে এমবাপে-কাভানি

mbappe and cavani
(বামে) এমবাপে ও কাভানি। ছবি: এএফপি

লিগের আগের ম্যাচে রেঁনের কাছে হেরে যাওয়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জয়ে ফিরেছে তুলুজকে হারিয়ে। বর্তমান ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও বেশ দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কোচ টমাস টুখেলের কপালে। একে তো নেইমার দল ছেড়ে যেতে পারেন, তার ওপর চোট পেয়েছেন আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি।

রবিবার রাতে (২৫ অগাস্ট) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তুলুজকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫০ ও ৭৫তম মিনিটে জোড়া গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড কাভানির বদলি নামা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। তার দুই লক্ষ্যভেদের মাঝে ৫৪তম মিনিটে আত্মঘাতী গোল করেন তুলুজের ম্যাথিউ গনসালভেস। তাছাড়া ৭১তম মিনিটে অ্যাঙ্গেল দি মারিয়া পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন। তবে ৮৩তম মিনিটে গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন মার্কুইনোস।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে পিএসজি। সমান ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রেঁনে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে অলিম্পিক লিঁও।

আগের দুই ম্যাচের মতো এদিনও নেইমারকে স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ। তার ওপর তিন ফুটবলার মাঠ ছাড়েন চোটের কারণে। তাতে পিএসজির বিপদ বেশ বেড়েছে। ১৪তম মিনিটে কুঁচকির চোটে উঠিয়ে নেওয়া হয় কাভানিকে। ৪০তম মিনিটে মাঠের বাইরে চলে যান ডিফেন্ডার আবদু দিয়ালো। আর বিরতির পর ৬৬তম মিনিটে সবচেয়ে বড় ধাক্কাটা খায় স্বাগতিকরা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তারকা ফরাসি স্ট্রাইকার এমবাপে।

তবে এমবাপে-কাভানির চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ম্যাচ শেষে ফরাসি গণমাধ্যম কানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টুখেল। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পাওয়া নিয়ে হতাশাও গোপন করেননি তিনি।

গেল কয়েকদিন ধরেই নেইমারের ক্লাব ছাড়ার কথা শোনা যাচ্ছে, সম্ভাবনাও জোরালো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পেতে এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। যদিও পিএসজি কর্তৃপক্ষের মন গলেনি কোনোটিতেই। আর দলবদলের সম্ভাবনা থাকায় লিগের কোনো ম্যাচেই খেলানো হয়নি নেইমারকে। তবে এমবাপে-কাভানি চোট পাওয়ায় আগামী ম্যাচে তাকে স্কোয়াডে ফেরানো হতে তো পারেই, সেই সঙ্গে দলবদল ইস্যুতেও আসতে পারে নতুন মোড়।

Comments

The Daily Star  | English

What does Trump 2.0 mean for businesses in Bangladesh?

For local business communities, Donald Trump’s victory in the presidential race has been shorthand for the expectation that Western apparel orders and some foreign investments would shift to Bangladesh, with global fashion powerhouse China possibly facing higher import tariffs from the US.

7h ago