কেবল কাউকে বাজিয়ে দেখার জন্যই স্কোয়াডে নিতে চান না সাকিব
টেস্টে আফগানিস্তান নতুন দল, তাদের বিপক্ষে ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওয়াত পড়েনি। একমাত্র টেস্টে বিশ্রামে থাকায় তামিম ইকবালকেও পাচ্ছে না বাংলাদেশ। সব মিলিয়ে সুযোগ থাকছে নতুন কাউকে বাজিয়ে দেখার। অধিনায়ক সাকিব আল হাসান আবার তাতে একমত নন। পরীক্ষা নিরীক্ষার জন্য কাউকে দলে নিতে আপত্তি তার।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড ঘোষণা করেননি নির্বাচকরা। সেই স্কোয়াডে অবশ্য বেশিরভাগ জায়গা নিয়েই কোন প্রশ্ন নেই। যে দু’একটি জায়গা নিয়ে দ্বিধা-ধন্দ তা মেটাতে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক সাকিবকে নিয়ে দুই নির্বাচক ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সামনে সভা সেরে ফেলেছেন। নির্বাচক হাবিবুল বাশার জানালেন তাতে স্কোয়াডের একটা রূপরেখাও তৈরি হয়ে গেছে। আগামী ৩০ বা ৩১ তারিখ তা ঘোষণা করা হবে।
রোববার রাতে একটি অভিজাত হোটেলে অধিনায়ক সাকিব ইঙ্গিত দিলেন, বাড়তি কোন নিরীক্ষা নয়, কেবল জেতার কথা মাথায় রেখেই স্কোয়াড সাজাবেন তারা, ‘জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না (নতুন বা পুরনো কাউকে)। প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। সেটা বড় দল হোক কিংবা ছোট দল হোক। নতুন খেলোয়াড় আসুক আর নাই আসুক। প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি। ’
‘সব কিছুই দেখবে কিন্তু দিনশেষে লক্ষ্য থাকে কিন্তু ম্যাচ জেতার। আমরাও ওই লক্ষ্যে খেলব। তারজন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয় তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভাবনা আছে তাহলে ওরাই খেলবে।’
Comments