অ্যাশেজ দেখার আহ্বান স্টোকসে মুগ্ধ মুশফিকের

ছবি: টুইটার

হালের টি-টোয়েন্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ক্রমেই রঙ হারাচ্ছে টেস্ট ক্রিকেট। ক্রিকেটের লম্বা সংস্করণ দেখতে আধুনিক প্রজন্মের আগ্রহ বেশ কম। তাই টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে আইসিসি নিয়েছে নানা উদ্যোগ। এর মধ্যেই হেডিংলিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ বুঝিয়ে দিল যে, সাদা পোশাকের ক্রিকেট তার আপন পথেই আছে। রোববার (২৫ অগাস্ট) তা জানিয়ে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আর তাই সবাইকে অ্যাশেজ দেখার আহ্বান জানালেন বাংলাদেশের দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ যখন উইকেটে গিয়েছিলেন তখনও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৩ রান। প্রায় অসম্ভবই। শেষ উইকেটে লিচকে নিয়ে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অসম্ভবকে সম্ভব করেছেন স্টোকস। জুটিতে লিচের অবদান কেবল ১ রান। বাকি সব রান একাই তুলে চোখ ধাঁধিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো তারকা স্টোকসই।

এরপরই সামাজিক মাধ্যম মেতেছে স্টোকস বন্দনায়। অবিশ্বাস্য সে ম্যাচে স্টোকসের কীর্তিতে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের কথা টুইটারে বললেন মুশফিক, 'কে বলেছে টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে... আপনাকে অবশ্যই বসতে হবে এবং অ্যাশেজ দেখতে হবে... কি দারুণ দারুণ ইনিংসই না খেললেন এ ভদ্রলোক। চতুর্থ টেস্ট দেখার অপেক্ষায়...'

শেষ পর্যন্ত ব্যাটিং করে ২১৯ বলে ১৩৫ রানে অপরাজিত থেকেছেন স্টোকস। সঙ্গী লিচ ১ রান করলেও তার গুরুত্ব ছাড়িয়ে গেছে সেঞ্চুরিকেও। শেষ দিকে বীরদর্পে লড়াই করেছেন। ১৭টি বল খেলেছেন অক্ষত থেকে। তাই লিচও ভাসছেন প্রশংসাবাক্যে।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and suppress political dissent.

5h ago