গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
গাজীপুরে কভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন চাঁদপুরের মতলব (দক্ষিণ) থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)। আহত হয়েছেন ইজিবাইক চালক।
আজ (২৬ আগস্ট) দুপুরে ঢাকা-বাইপাস সড়কে পূবাইল থানার মেঘডুবি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মফিজুল ইসলাম জয়দেবপুর থেকে ছেলে আজিজকে নিয়ে ইজিবাইকে পূবাইল যাচ্ছিলেন। সেসময় ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মফিজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। ইজিবাইক চালক ও তার ছেলে আজিজ আহত হয় বলেও জানান তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজ মারা যায় বলে যোগ করেন এসআই সাইফুল ইসলাম।
Comments