কোচ ভালো না হওয়ার কারণ দেখেন না সাকিব
ছুটি কাটিয়ে দেশে ফেরার পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তিন দিন অনুশীলন করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নতুন কোচের সঙ্গে প্রতিদিনই চালাচ্ছেন আলাপ, করছেন সিরিজ নিয়ে পরিকল্পনা। নতুন কোচ বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারেন তা হয়ত বলবে সময়। কিন্তু আপাতত ডমিঙ্গোকে নিয়ে বড় আশা সাকিবের।
গত শনিবার অনুশীলনে যোগ দেওয়ার পর নিজেদের কোচ হিসেবে ডমিঙ্গোর সঙ্গে প্রথম আলাপ হয় সাকিবের। শুরুর দিনই আসন্ন সিরিজ নিয়ে পরিকল্পনা সাজাতে কোচের সঙ্গে বৈঠকে বসেন সাকিব। প্রতিদিনই তাদের মধ্যে চলছে আলোচনা।
সীমিত পরিসরের বোঝা পড়া থেকে চূড়ান্ত সিদ্ধান্তে আসা মুশকিল। কিন্তু ডমিঙ্গোর অতীত অভিজ্ঞতা থেকে সাকিব ভীষণ আশাবাদী, ‘আমাদের যে নতুন কোচ এসেছেন তার অভিজ্ঞতা অনেক। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন পাশাপাশি ওদের ডেভেলাপমেন্টের সঙ্গেও কাজ করেছেন। কাজেই কোচ ভালো না হওয়ার কারণ আমি দেখি না। যদিও মাত্র আমরা দুদিন শুরু করলাম। ভালো-খারাপ আমরা কীভাবে মাপকাঠি করি সেটাও একটা ব্যাপার।’
মাঠের ফলই হয়ত কোচের ভালো-মন্দ তুলে ধরবে। কিন্তু কোচ কেমন তা নির্ধারণ করতে ফল যথেষ্ট নয় বলে মত সাকিবের, ‘ফলের ওপর অনেক সময় নির্ভর করে যে কোচ ভালো কিংবা খারাপ। অনেক সময় হতে পারে কোচ ভালো কিন্তু ফল খারাপ হতে পারে। আবার অনেক সময় কোচ খারাপ হতে পারে কিন্তু ফল দেখা যায় ভালো। বলা মুশকিল যে উনি কেমন করবেন। তবে তিনি তার সেরাটা দিতে এসেছেন।’
বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে না পারায় প্রধান কোচের পদ থেকে স্টিভ রোডসকে সরিয়ে দেয় বিসিবি। তার মাস দেড়েকের মধ্যেই দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের কোচ হতে পরিকল্পনা উপস্থাপন করতে এসে এই দেশের ক্রিকেট নিয়ে তার প্যাশনের কথা বারবার এসেছে আলোচনায়। সাকিবও সে তথ্য পেয়েই প্যাশনের জায়গাকেই রাখলেন চূড়ায়, ‘উনার নিজের আগ্রহের কথা বেশি শুনেছি। আমার সঙ্গে যখন পাপন ভাইয়ের (বিসিবি প্রধান নাজমুল হাসান) কথা হয়েছে তখন বলা হয়েছে, উনি অনেক আগ্রহ নিয়ে আমাদের এখনে কাজ করতে এসেছেন। আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে মনে করেন তিনি সে কারণে আসতে চেয়েছেন। আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা দিক যে এরকম একজন আগ্রহ নিয়ে এসেছেন ভালো কাজ করার জন্য।’
Comments